পাঁচ মাসেই দশ কোটি ফোনে অ্যান্ড্রয়েড ১০

Friday, July 10 2020
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
the verge


গুগলের অ্যান্ড্রয়েড ১০ পূর্ববর্তী সবগুলো সংস্করণকে ছাড়িয়ে গিয়েছে সম্প্রতি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উন্মুক্তকরণের পর মাত্র ৫ মাসে ১০ কোটিরও বেশী গ্রাহক অ্যান্ড্রয়েড ১০ ব্যাবহার করছেন। গুগল বলছে, অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ অবমুক্তির পর এত দ্রুত গ্রাহক সমাদর পাওয়ার হার অন্যান্য সকল অ্যান্ড্রয়েড সংস্করনের চেয়ে অনেক বেশী। পূর্ববর্তী অ্যান্ড্রয়েড ৯.০ বা পাই সংস্করণের চেয়েও এই হার ২৮ শতাংশ বেশী বলেও জানিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড ১০ সংস্করণের এত দ্রুত গ্রাহক সমাদর পাবার অবদান আমেরিকান টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটির গত এক দশকের কঠিন পরিশ্রমের ফসল। তবে বর্তমানে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড গ্রাহকদের কত শতাংশ অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ ব্যাবহার করেন তা নির্দিষ্ট করে প্রকাশ করেনি গুগল।

অ্যান্ড্রয়েড গ্রাফ
the verge


তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ সংস্করণের পূর্ব পর্যন্ত অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী গ্রাহকদের প্রায় ২৩ শতাংশ পাই সংস্করণ ব্যাবহার করেছেন। অন্যদিকে, গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যাপলের ৮১ শতাংশ স্মার্টফোন গ্রাহকই তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম সংস্করণ আইওএস ১৩ ব্যাবহার করছেন। গুগলের গ্রাহকদের অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ দ্রুত গ্রহণ না করার পেছনে রয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতষ্ঠানগুলোর গড়িমসি , দূর্বল হার্ডওয়্যার ব্যাবস্থা এবং গ্রাহকদের অনিচ্ছা। তবে এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে গ্রাহকদের সর্বাধিক সুরক্ষা ও অভিনব সব ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ১০ দ্রুতই গ্রাহক সমাদর পাবায় গুগলের কর্তারা বেষ সন্তুষ্ট। পৃথিবীর সবচেয়ে বেশী ব্যাবহৃত অপারেটিং সিস্টেমটির পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণ অ্যান্ড্রয়েড ১১ এবছরের শেষেই উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েডের সত্ত্বাধিকারী গুগল।
share on