আসছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫প্লাস প্রসেসর!

Wednesday, July 08 2020
আসছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫প্লাস চিপ
the verge


আধুনিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের সর্বশেষ উন্মোচিত স্ন্যাপড্রাগন ৮৬৫প্লাস এযাবতকালে প্রতিষ্ঠানটির তৈরি সকল মোবাইল চিপের মধ্যে সবচেয়ে শক্তিশালী। বিশ্বখ্যাত চিপ নির্মাতা এই প্রতিষ্ঠানটি তাদের পূর্ববর্তী ৮৬৫ সংস্করণের চিপটিকে অধিকতর শক্তিশালী চিপে রূপান্তরিত করেছে। আধুনিক হাই কনফিগারেশন গেমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যাপ্লিকেশন ব্যাবহারের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন ৮৬৫প্লাস প্রসেসরটি পূর্বের সংস্করণের চেয়েও ১০ শতাংশ বেশী কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাং, শাওমি, রিয়েলমি, অপ্পো, ওয়ান প্লাস, সনিসহ বিশ্বের প্রায় সব স্মার্টফোন নির্মাতাই প্রসেসর চিপসেটের জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেটের ওপর নির্ভরশীল। ৫জি সমর্থন করে এমন স্মার্টফোনের চিপসেট হিসেবেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ বেশ সুনাম অর্জন করেছে।

সেমিকন্ডাক্টর ভিত্তিক প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন চিপসেটে তিনটি উল্লেখযোগ্য উন্নতি সাধন করা হয়েছে। আমেরিকান এই প্রতিষ্ঠানটির মতে, স্মার্টফোনের জন্য তৈরি স্ন্যাপড্রাগন ৮৬৫প্লাস প্রসেসরের ক্লক স্পিড সর্বোচ ৩.৩১ গিগাহার্জ। যা পুর্ববর্তী স্ন্যাপড্রাগন ৮৬৫ সংস্করণের ক্লক স্পিডের তুলনায় প্রায় ১০% বেশী। প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই প্রসেসরের সাথে অ্যাড্রিনো ৬৫০ জিপিইউ গ্রাফিক্স রেন্ডারিং এর জন্যে অধিক কার্যকরী। এছাড়াও কোয়ালকমের ফাস্ট কানেক্ট ৬৯০০ প্রযুক্তির সংযুক্তিতে এই প্রসেসর ব্যাবাহারে ফোনের ওয়াই-ফাই ডিভাইসের সর্বোচ্চ গতি হতে পারে ৩.৬ জিবিপিএস। ইতিমধ্যেই আসুস রগ ফোন ৩ গেমিং স্মার্টফোনে কোয়ালকমের নতুন চিপসেট যুক্ত করতে ইচ্ছা পোষণ করেছে জাপানী প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ধারণা করা হচ্ছে, ২০২১ সনের মধ্যেই সর্বাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫প্লাস চিপসেটযুক্ত স্মার্টফোন বাজারে আসতে শুরু করবে।
share on