বাংলাদেশে চালু হল উবারের ঘন্টাভিত্তিক সার্ভিস

Tuesday, July 07 2020
রাইড শেয়ারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার
social barrel


বাংলাদেশে এই প্রথম রাইড শেয়ারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উবার চালু করলো যাত্রীদের জন্য ঘন্টাভিত্তিক রেন্টাল সুবিধা। এই সুবিধায় এখন থেকে যাত্রীরা নিজদের প্রয়োজনমত একটি গাড়ী কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন। ব্যাক্তিগত গাড়ীর মত একাধিক যায়গায় ভ্রমণের সুজোগ থাকছে এই সেবার আওতায়। করোনা মহামারীতে কয়েক মাসব্যাপী লকডাউনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহক এবং চালক উভয়ের জন্যে সুবিধাজনক, সময়োপযোগী এবং কার্যকরী হতে পারে এই রেন্টাল সেবা। উবার বলছে মাত্র কয়েক মিনিটেই যাত্রী তার পছন্দানুসারে রাইড বুক করতে পারবেন। ‘রেন্টাল’ সেবা সংযুক্ত করে উবারের নতুন অ্যাপ্লিকেশন গ্রাহকদের নিকট পৌঁছে যাবে খুব শীঘ্রই। সরকারের সিদ্ধান্তে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর গত সপ্তাহেই ফের চালু হয়েছে উবার, পাঠাও এর মত রাইড শেয়ারিং সার্ভিসসমূহ। আর চালু না হতেই গ্রাহকদের জন্য সাশ্রয়ী এই সার্ভিস নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বড় রাইড শেয়ারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার।

অতিরিক্ত ব্যাস্ত থাকেন এমন ব্যাবসায়ী কিংবা চাকুরীজীবি যারা স্বল্প সময়েই অনেক গুরুত্বপূর্ন কাজ সারতে চান তাদের জন্যেই ঘন্টাভিত্তিক এই রেন্টাল সার্ভিস। একাধিক জায়গায় ভ্রমণ, ব্যবসায়িক মিটিংয়ে অংশগ্রহণ এবং একই গাড়িতে বাড়ি ফেরা ইত্যাদি কাজের জন্য প্রতিবার রাইড বুক দেওয়ার পরিবর্তে একটি মাত্র গাড়ি ভাড়া করেই তারা সব কাজ শেষ করতে পারবেন। উবারের রেন্টাল সার্ভিসের আওতায় এতদিন পর্যন্ত উবার এক্স সেবার আওতায় ব্যাবহৃত গাড়ীগুলোই হবে। এই সাশ্রয়ী সেবা পেতে ২ ঘন্টা ও ২০ কিলোমিটার দূরত্বের জন্য গ্রাহককে গুনতে হবে ৮৯৯ টাকা। এছাড়াও এ সেবার আওতায় বিভিন্ন প্যাকেজ থেকে যাত্রীরা সর্বোচ্চ ১০ ঘন্টা পর্যন্ত রাইড করতে পারবেন। নতুন সেবা নিয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, ‘যেহেতু ঢাকায় জনজীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে তাই বদলে যাওয়া এই পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদাও আগের চেয়ে বদলেছে যার মধ্যে একটি হলো একটি উবারের গাড়ি আরও বেশি সময়ের জন্য কাছে রাখা, আর চালকদের জন্য এটি (রেন্টাল সার্ভিস) আমাদের প্ল্যাটফর্মে উপার্জনের আরও একটি সুযোগ।’
share on