নতুন ফ্ল্যাগশিপ ফোন জেড৩০ নিয়ে এলো সিম্ফনি

শুক্রবার, জুলাই 03 2020
সিম্ফনি জেড৩০ স্মার্টফোন
symphony-mobile


দেশের বাজারে সাশ্রয়ী স্মার্টফোনের অন্যতম যোগানদাতা সিম্ফনি নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনটি ক্যামেরাযুক্ত সিম্ফনি জেড৩০ স্মার্টফোনটির মূল্য মাত্র ১০ হাজার টাকা। সিম্ফনি বলছে, সাধারণ ব্যাবহারে ফুল চার্জে এই স্মার্টফোনটি দুইদিন পর্যন্ত চলবে। অন্যদিকে এআই ট্রিপল ক্যামেরা এবং মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট একে করেছে ফ্ল্যাগশিপ ফোন। সিম্ফনির এই স্মার্টফোনটিতে প্যারেন্টাল কন্ট্রোল নামে একটি বিশেষ ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের মোবাইলের ওপর নিজের ফোন থেকে সহজেই নিয়ন্ত্রন রাখতে পারবেন। বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতে এটি পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন স্টোর ও ই-কমার্স ওয়েবসাইটগুলোতে।

সিম্ফনি জেড৩০ স্মার্টফোনে থাকছে ৬.৫ ইঞ্চির নচযুক্ত ডিসপ্লে পর্দা, ১.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেক হ্যালিও এ২৫ চিপসেট। ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা থাকছে এতে। স্মার্টফোনটির সম্মূখভাগে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অনায়াসে ২দিনের সাধারণ ব্যাবহার এবং আধুনিক সকল গেইম স্বাচ্ছন্দ্যে খেলার অভিজ্ঞতা দিতে এই স্মার্টফোনে রাখা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী এবং ৬০০ মেগাহার্জের আইএমজি পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ। ফেইস আনলক, প্যারেন্টাল কন্ট্রোল, মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নাইট মোড এবং প্রফেশনাল ফটো ফিল্টারস এই স্মার্টফোনটিকে করেছে অনন্য।
share on