অ্যাপলের এয়ারড্রপ প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছে গুগল

Wednesday, July 01 2020
অ্যান্ড্রয়েড ১১ সংস্করণ
the verge


নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি স্মার্টফোনের মধ্যে ছবি, ভিডিও এবং বিভিন্ন ফরম্যাটের ফাইল শেয়ারিং এর জন্য অ্যাপলের রয়েছে এয়ারড্রপ ফিচার। অ্যান্ড্রয়েড ফোনে গ্রাহকদের এই সেবা দিয়ে থাকে শেয়ারইটের মত বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার। তবে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য চুরি, বিরক্তিকর বিজ্ঞাপন এবং গোপনে ফাইল শেয়ার করার অভিযোগ রয়েছে এসব সফটওয়ারের বিরুদ্ধে। তাই পৃথিবীর সবচেয়ে বেশী ব্যাবহৃত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে নতুন ফাইল শেয়ারিং ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। অ্যান্ড্রয়েডে এই ফিচার না থাকায় এতদিন পর্যন্ত স্যামসাং, রিয়েলমি এবং শাওমির মত প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে নিজস্ব ফাইল শেয়ারিং প্রযুক্তি ব্যাবহার করে আসছে। গুগলের নিয়ার-বাই প্রযুক্তি সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে বলে একে গুগলের যথাযথ সিদ্ধান্ত হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

গুগল বলছে, নিয়ার-বাই শেয়ার ফিচারের বেটা ভার্সন নিয়ে নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে, অদূর ভবিষ্যতে এটি নিয়ে আরো বিস্তারিত জানানো সম্ভব হবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ৬ এবং তার পরের সংস্করণের জন্য নিয়ারবাই শেয়ার ফিচার চালু হবে বলেও জানিয়েছে গুগল। স্মার্টফোনের ওয়্যারলেস প্রযুক্তি ব্যাবহার করে নির্ধারিত দূরত্বে ফাইল শেয়ার করা যাবে এই প্রযুক্তিতে। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের মতে, বিনা অনুমোদনে অপরিচিত গ্রাহকদের নিকট ফাইল শেয়ারিং ঠেকাতেও এই ফিচারে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যাবস্থা। অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণেই যুক্ত হতে পারে এই ফিচার।
share on