মোবাইল সেবায় অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহার হতে পারে

রবিবার, জুন 28 2020
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যামটব
dhaka tribune


২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবায় বাংলাদেশ সরকার নতুন করে ৫% অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করেন। এতে মোবাইল ফোন সেবায় ১৫% ভ্যাট, ১% সারচার্জ এবং ১৫% সম্পূরক শুল্কসহ সর্বমোট শুল্ক দাঁড়ায় ৩৩.২৫ শতাংশ। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি ১০০ টাকার সেবা নিতে চান, তাহলে তাকে আরও ৩৩.২৫ টাকা অতিরিক্ত গুণতে হবে সরকারী ভ্যাট-ট্যাক্স বাবদ। করোনা মহামারীর মধ্যেই নতুন আরোপিত এই সম্পূরক শুল্ককে জনগনের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে সিদ্ধান্ত পূনর্বিবেচনার আহ্বান জানিয়েছে অপারেটরদের সংস্থা অ্যামটব। সরকারের অতিরিক্ত সম্পূরক শুল্ক আদায়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহক এবং অপারেটরসমূহ। অপারেটরগুলো বলছে, এই সিদ্ধান্তে গ্রাহকদের পরিষেবা ব্যাবহারের হার কমে যাবে এবং গ্রাহক হারানোর আতঙ্কেও ভুগছে প্রতিষ্ঠানগুলো। তবে বাজেট প্রস্তাবনায় মোবাইল সেবায় অতিরিক্ত ৫% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি দেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার অর্থমন্ত্রী বরাবর এক চিঠিতে মোবাইল সেবায় অতিরিক্ত ৫% সম্পূরক শুল্ক প্রত্যাহার করার আহ্বান জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর প্রেরিত চিঠিতে বাজেট প্রস্তাবনায় অতিরিক্ত সম্পূরক শুল্ককে দেশের ডিজিটালাইজেশনের প্রতিবন্ধক হিসেবেও উল্লেখ করেছেন তিনি। মন্ত্রী মোস্তফা জব্বার এর মতে, “জনগন এখন বেশ কঠিন সময় পার করছে, সরকারের উচিত জনগনের ওপর অতিরিক্ত বোঝা না চাপানো।“ এই বিষয়ে সরকারের অন্যান্য মন্ত্রী এবং সংসদ সদস্যরাও অর্থমন্ত্রীকে মোবাইল সেবায় অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এ সপ্তাহেই জাতীয় সংসদে বাজেট বিষয়ক সম্পূরক আলোচনায় মোবাইল সেবায় অতিরিক্ত ৫% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
share on