অ্যাপল স্টোর খুলে দেওয়া হচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে

শুক্রবার, জুন 12 2020
অ্যাপল স্টোর
forbes


বিশ্বজুড়ে করোনা মহামারীর সংক্রমণ কিছুটা কমে আসায় পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে প্রযুক্তি নির্মাতাদের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র। প্রায় দুই মাসের লম্বা বিরতির পর পুরোদমে শুরু হয়েছে স্মার্টফোনের উৎপাদন ও বাজারজাতকরণ। চলমান অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে এবং স্মার্টফোনের বিক্রয় বৃদ্ধিতে বিভিন্নরকম পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানসমূহ। শাওমি, অপ্পো, রিয়েলমি এবং ভিভো ইতিমধ্যেই লকডাউন শিথিল হওয়া দেশসমূহে স্বল্পপরিসরে স্মার্টফোন বিক্রয় করছে। অন্যদিকে স্যামসাং, অ্যাপলের মত জায়ান্টরাও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তাদের বিক্রয় ও সেবাকেন্দ্র খুলে দিতে শুরু করেছে। করোনার উৎপত্তিস্থল চীন এবং এ মহামারীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশী আক্রান্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সবকটি বিক্রয়কেন্দ্র ইতিমধ্যেই চালু হয়েছে। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে ব্রিটিশ এবং আইরিশ অ্যাপল স্টোরসমূহ।

সম্প্রতি অ্যাপলের পক্ষ থেকে এক বার্তা বলা হয়, “ইংল্যান্ড এবং নর্দান আয়ারল্যান্ডে আমাদের বিক্রয়কেন্দ্রসমূহে গ্রাহকদের আমন্ত্রন জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রিয় গ্রাহকদের কাঙ্খিত সেবা পৌছে দিতে আমরা বদ্ধ পরিকর।“ করোনা মহামারী চলাকালীন লকডাউনে ঘরে বসেই গ্রাহকদের স্মার্টফোন কিংবা ম্যাকবুকে প্রয়োজনীয় কাজ সারতে হয়েছে। লকডাউনে অ্যাপল সেবাকেন্দ্র বন্ধ থাকায় পর্যাপ্ত সেবা না পেয়ে বিপাকে পড়ে অভিযোগও জানিয়েছেন কয়েকজন গ্রাহক। তবে সকল শঙ্কা কাটিয়ে নতুন সূচীতে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে অবশেষে ইউরোপে অ্যাপল স্টোর খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। অ্যাপল স্টোরে প্রবেশের পূর্বে গ্রাহকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অ্যাপল তাদের ওয়েবসাইটে কয়েকটি দিকনির্দেশনাও প্রকাশ করেছে ।
share on