প্রথমবারের মতো সাশ্রয়ী ফোন নিয়ে আসছে ওয়ানপ্লাস

মঙ্গলবার, জুন 09 2020
ওয়ান প্লাস ৮ লাইট
onLeaks


শীঘ্রই আসছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাসের বেশ কয়েকটি মিডরেঞ্জ স্মার্টফোন। আগামী মাসেই ভারতের বাজারে অন্তত দুটি স্মার্টফোন সিরিজ গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। এযাবৎকালে বাজারে আসা ওয়ান প্লাসের প্রায় সবগুলো ফোনই উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং এদের মূল্যও বেশ চড়া। তবে করোনা মহামারীর ক্রান্তিকালে মিডরেঞ্জ স্মার্টফোনের মাধ্যমেই ব্যাবসায়িক মন্দা কাটবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়ান প্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তার করা এক টুইটে ভারতীয়দের জন্য ওয়ান প্লাস প্রিমিয়াম টিভি ভারতের বাজারে অন্তর্ভূক্তির ঘোষনা আসে। বিশেষজ্ঞদের মতে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান লক্ষ্য এশিয়ার সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার ভারত। আর এ লক্ষ্যে দ্রুতই ভারতের বাজারে মিডরেঞ্জ স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে ওয়ান প্লাস।

বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতে আসন্ন ওয়ান প্লাসের দুটি স্মার্টফোন সিরিজ হচ্ছেঃ ওয়ান প্লাস জেড এবং ওয়ান প্লাস ৮। ওয়ান প্লাস জেড স্মার্টফোনটিতে থাকছে ৯০ হার্জের ৬.৫৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে পর্দা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর এর সাথে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স। এই স্মার্টফোনটির ৬/১২৮ জিবি ভারতীয় সংস্করণের মূল্য হতে পারে ২৫,০০০ রুপি।অন্যদিকে ওয়ান প্লাস ৮ লাইট স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যাবহার করা হয়েছে। ভারতীয় সংস্করণে এই স্মার্টফোনের মূল্য হতে পারে ৫০,০০০ রুপি। আগামী ২রা জুলাই ভারতে স্মার্টফোন দুটি উন্মোচিত হতে পারে বলে জানা যায়।
share on