সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে মোবাইলেই!

রবিবার, জুন 07 2020
সোনালী ব্যাংক লোগো
sonalibank.com.bd


আধুনিক ব্যাংকিং সেবার প্রবর্তনে সোনালী ব্যাংক নতুন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ঘরে বসেই নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ। কোভিড-১৯ মহামারীতে গ্রাহকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ এই ব্যাবস্থা নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় সূত্রে জানায় যায়, সোনালী ব্যাংকে গ্রাহকদের নতুন হিসাব তৈরিতে গ্রাহকের ছবি এবং ব্যাক্তিগত তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই বাছাই করতে ব্যাংক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের “পরিচয়” সফটওয়্যারটি ব্যাবহার করবে। এই সফটওয়্যারটির সাথে জাতীয় পরিচয়পত্র ডাটাবেইজ এর সংযোগ রয়েছে। এই বিশেষ ব্যাবস্থার ফলে কয়েক সেকেন্ডে গ্রাহকের সকল তথ্য যাচাই বাছাই করে সোনালী ব্যাংকের নতুন গ্রাহক হিসাব খোলা সম্ভব হবে। সোনালী ব্যাংক লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ঘরে বসে অ্যাকাউন্ট খোলার বিষয়ে বলেন, “নতুন বিশ্বে আমরা আমাদের গ্রাহকদের কোন শাখায় না এনেই সোনালী ই-সেবা ব্যবহার করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছি। সময়ের সাথে আমরা এ সুবিধা আরও বর্ধিত করবো”

সোনালী ব্যাংক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের প্রবীণতম রাষ্ট্রয়ত্ত বানিজ্যিক ব্যাংক। দেশের সর্ববৃহৎ বানিজ্যিক এই ব্যাংক আপামর জনসাধারণকে বিনিয়োগে উৎসাহিত করা এবং সুদৃঢ় অর্থনৈতিক উন্নয়নের প্রয়াসে নিরলস কাজ করে যাচ্ছে। সম্প্রতি ব্যাংকটির যুগোপযোগী কার্যক্রমের অংশ হিসেবে সোনালী ই-সেবার মাধ্যমে ঘরে বসেই গ্রাহকদের ব্যাংক একাউন্ট খোলার কার্যক্রম চালু করেছে। সোনালী ব্যাংকই দেশের প্রথম ব্যাংক হিসাবে গ্রাহকদের জন্য এই সেবা চালু করেছে। তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন “সোনালী ব্যাংক লিমিটেড, আইসিটি মন্ত্রণালয়, ‘পরিচয়’ এবং বাংলাদেশ জাতীয় ডিজিটাল আর্কিটেকচার এর মধ্যে অংশীদারীত্বের ফলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত পদ্ধতি বাস্তবায়নের দুর্দান্ত উদাহরণ”।
share on