ভারতে আসছে অপ্পো রেনো ৪

Saturday, June 06 2020
অপ্পো রেনো ৪ স্মার্টফোন
icvstech


সাম্প্রতিক সময়ে আলোচিত অপ্পো রেনো ৪ সিরিজের স্মার্টফোন অবশেষে অবমুক্ত করা হল। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো সম্প্রতি তাদের সর্বশেষ সংযোজিত রেনো ৪ সিরিজের স্মার্টফোন উন্মোচিত করেছে। আধুনিক সব ফিচার সম্বলিত এই স্মার্টফোন চীনের পর শীঘ্রই ভারতের বাজার মাতাতে আসছে বলে জানিয়েছে অপ্পো। নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো না হলেও করোনা সংকট কাটিয়ে ব্যাবসায় ফিরতে মরিয়া চীনা প্রতিষ্ঠানটি এ মাসেই ভারতসহ দক্ষিন এশিয়ার বাজারে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হবে বলে মনে করছেন গ্রাহকরা। তবে ভারতীয় গ্রাহকদের জন্য স্থানীয় বৈশিষ্ট্যপূর্ণ ফিচার যুক্ত হতে পারে রেনো ৪ সিরিজের স্মার্টফোনে।

অপ্পোর অন্যান্য স্মার্টফোন থেকে কিছুটা ভিন্ন এই রেনো ৪ সিরিজ। এই সিরিজের স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট এবং সর্বাধুনিক ৫জি প্রযুক্তি। ক্যামেরা বিভাগে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকছে। ওআইএস মেইন সেন্সরযুক্ত এই স্মার্টফোনের ৫ গুন হাইব্রিড জুম এবং ২০ গুন ডিজিটাল জুমিং প্রযুক্তির ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা একে করেছে অনন্য। এছাড়াও ৬.৫ ইঞ্চির ৯০ হার্জের ফুল এইচডি+ অ্যামোলড ডিসপ্লে পর্দা, ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি থাকছে এতে। সংস্করণভেদে ভারতে ৩৫-৪৫ হাজার রুপিতে শীঘ্রই পাওয়া যাবে এই স্মার্টফোনের ভারতীয় সংস্করণ।
share on