এবার ফাইভজি ফোনে ডুয়াল সিম সুবিধা নিয়ে এলো রেডমি

বৃহস্পতিবার, মে 21 2020
রেডমি ১০এক্স
gsmarena


বিশ্বজুড়ে ৫জি প্রযুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবার পুর্বেই স্মার্টফোন নির্মাতারা বাজারে নিয়ে আসছেন নিত্যনতুন প্রযুক্তি সম্বলিত ৫জি স্মার্টফোন। স্যামসাং, হুয়াওয়ে, রিয়েলমি, শাওমি, ওপ্পোসহ সকল প্রতিষ্ঠানের ৫জি স্মার্টফোনে রয়েছে কেবলমাত্র একটি সিমে ৫জি প্রযুক্তি ব্যাবহারের সুবিধা। কিন্তু বর্তমানে অধিকাংশ গ্রাহকই দুটি আলাদা ফোন ব্যাবহারের চেয়ে একটি ফোনেই দুটি সিম ব্যাবহারের ব্যাবস্থাকেই বেশী পছন্দ করেন। আর সেই ভাবনা থেকেই এবার বিশ্বের প্রথম ৫জি প্রযুক্তি সম্বলিত ডুয়েল সিম সাপোর্টেড স্মার্টফোন নিয়ে আসছে রেডমি।

রেডমি ১০এক্স স্পেসিফিকেশন
gsmarena


রেডমি ১০এক্স স্মার্টফোনটিতে প্রথমবারের মত ব্যাবহার হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০ চিপসেট। অত্যাধুনিক এই চিপটি একই সাথে দুটি সিমকে ৫জি প্রযুক্তিতে সংযুক্ত রাখতে সক্ষম। ৫জি প্রযুক্তির ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই ব্যাবস্থা ছাড়াও এই স্মার্টফোনটিতে থাকছে হাইলি কাস্টোমাইজেবল অ্যামোলড ডিসপ্লে পর্দা। এই ডিসপ্লে পর্দায় ঘড়ি কিংবা নোটিফিকেশন ব্যাবস্থার মত করে গ্রাহকের খুশিমত ছবি কিংবা নাম যুক্ত করা যাবে। এছাড়াও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ, এমআইইউআই ১২ এবং আধুনিক স্মার্টফোনসমূহের সকল সুবিধা থাকবে এতে। ধারনা করা হচ্ছে, রেডমি ১০এক্স ৫জি এবং রেডমি ১০এক্স ৫জি প্রো নামে দুটি সংস্করণে বাজারে আসতে পারে এটি। রেডমির পক্ষ থেকে রেডমি ১০এক্স স্মার্টফোন নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হলেও, এই স্মার্টফোনটি নিয়ে এ সপ্তাহেই বিস্তারিত জানাবে রেডমি।
share on