শীঘ্রই বাজারে আসছে নকিয়া ৬.৩

শুক্রবার, মে 15 2020
নোকিয়া ৬.৩
gsmarena


একসময় বাংলাদেশসহ সমগ্র বিশ্বব্যাপী সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ছিলো নকিয়া। মেয়াদোত্তীর্ণ ব্যবসায়িক নীতি ও স্যামসাং, অ্যাপলস‌হ বিভিন্ন চীনা স্মার্টফোন নির্মাতাদের আগ্রাসী ভূমিকায় বর্তমানে বিশ্বে এর অবস্থান দশম। বর্তমানে বছরে ১ কোটি ৭৫ লক্ষ স্মার্টফোন বিক্রয় করে আসলেও প্রতিষ্ঠানটি ব্যাপক হারে আধুনিক প্রযুক্তির অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদনে নজর দিয়েছে। তারই অংশ হিসেবে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর মাত্র ২ মাস পরেই বাজারে আসছে নকিয়া ৬.৩ স্মার্টফোন।

নকিয়া ৬.৩ স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষন জিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০ এসওসি চিপসেট। এছাড়াও এই স্মার্টফোনে ২৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেলের ২টি ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা সেন্সর সহ সর্বমোট ৪টি ক্যামেরা থাকছে। জেইস প্রযুক্তির সর্বাধুনিক ক্যামেরা প্রযুক্তি ব্যাবহৃত হবে এই হ্যান্ডসেটে। আর এক হাতে ব্যাবহারযোগ্য করে গড়ে তুলতে এই প্রথম নোকিয়া ৬.৩ এর পাওয়ার বাটনে সংযুক্ত থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রযুক্তি বিশ্লেষকদের মতে নকিয়ার এই স্মার্টফোন চাইনিজ শাওমি, রিয়েলমির মত সস্তায় পাওয়া গেলে ভালোই বাজার মাতাতে সক্ষম হবে।
share on