করোনার প্রভাবে বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যাবসায় ধ্বস

Thursday, April 30 2020
স্মার্টফোন আউটলেট
Reuters


গবেষনা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স এর মতে, লকডাউনে বিশ্বব্যাপী স্মার্টফোনের উৎপাদন, বাজারজাতকরন এবং বিক্রয় ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, বিগত বছরের তুলনায় স্মার্টফোন উৎপাদন কমে যাওয়ার হার ১৬.৫%। তবে এ ক্ষতি পুষিয়ে নিতে করোনা পরবর্তী সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পুরোদমে কাজ শুরু করতে হবে বলেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্রেন্ডফোর্সের মতে সস্তায় আইফোন বাজারে নিয়ে আসলেও এ বছর আইফোনের উৎপাদন প্রায় ৯ শতাংশ কমে গেছে। এবং আরো কমে যাবার আশঙ্কাও রয়েছে। বিশ্বের পূঁজিবাজারে কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং ও আমেরিকান প্রতিষ্ঠান অ্যাপলের সূচক নেমে দাড়িয়েছে যথাক্রমে ২০.৩% এবং ১২.৬%। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানসমূহের উৎপাদন কিছুটা কম হলেও খুব দ্রুতই তারা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে হ্যান্ডসেট রপ্তানীতে সক্ষম হবে। হুয়াওয়ে, শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভোসহ অন্যান্য চীনা প্রতিষ্ঠান ব্যাপক হারে ব্যাবসার প্রসার ঘটাচ্ছে দক্ষিন এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। এতে বিশ্বের প্রথম সারির স্মার্টফোন নির্মাতারা বেশ বিপাকেই রয়েছেন। অন্য একটি গবেষনার বরাত দিয়ে রয়টার্স জানায়, স্মার্টফোন বিক্রয়ে আপাতত প্রথম ও তৃতীয় স্থান দখল করে থাকা স্যামসাং এবং অ্যাপলের অবস্থান পরিবর্তন হবার সুযোগ নেই। তবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের নিকট গ্রাহক হারানোর সম্ভাবনা রয়েছে দুটি প্রতিষ্ঠানেরই।
share on