জুম -হুমকির মুখে ব্যব‌হারকারীদের ব্যাক্তিগত তথ্য!

Wednesday, April 01 2020
জুম অ্যাপ্লিকেশন
the verge


ভিডিও কলিং এর ক্ষেত্রে মেসেঞ্জার কিংবা স্কাইপ বিশ্বজুড়ে জনপ্রিয়। তবে এই দুটি মাধ্যমেই সর্বোচ্চ ৪-৬ জন মানুষ একত্রে ভিডিও কলে সংযুক্ত হতে পারেন। আর করোনা সংক্রমণের এসময়ে পুরো বিশ্ব যখন গৃহবন্দী, তখন বন্ধুদের মধ্যে খোশগল্প, অফিসের মিটিং কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সবকিছুতেই প্রয়োজন ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন, যাতে আবার অনেকেই একসাথে সংযুক্ত হতে পারবে। এই উদ্দেশ্য নিয়েই ২০১১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জুম ভয়েস কমিউনিকেশন্স ইনকর্পোরেশন এর যাত্রা শুরু হয়। এটি বিনামূল্যে সর্বোচ্চ ১০০জন গ্রাহককে ভিডিও কনফারেন্সে যুক্ত করতে পারে। তবে ২০২০ সালে যখন পুরো বিশ্ব করোনা সংক্রমণের ঝুঁকিতে জুমের জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে জুমের বিরুদ্ধে। জনপ্রিয় সংবাদ সংস্থা ভাইস এর মতে, জুম গ্রাহকের ইমেইল এড্রেস, ছবি ফাঁস করছে এবং কিছু গ্রাহককে অপরিচিত ব্যাক্তিদের সাথে ভিডিও কলে যুক্ত করছে। সম্প্রতি একজন গ্রাহক কিছু প্রমাণসহ অভিযোগ জানালে এ তথ্য জনসম্মুখে উঠে আসে। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, গতবছরের জুলাইয়ে একজন নিরাপত্তা বিশ্লেষক একটি ওয়েবসাইট থেকে গ্রাহকের অনুমতি ছাড়াই তাকে ভিডিও কলে যুক্ত করার কথা জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাবহার করা হয়না বলে খুব সহজেই হ্যাকারদের কবলে পড়তে পারে জুম গ্রাহকদের গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সিং।
share on