দক্ষিণ কোরিয়ায় স্যামসাং কারখানায় করোনার হানা!

মঙ্গলবার, মার্চ 31 2020
স্যামসাং স্টোর
Reuters


কোরিয়ান প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স এর কারখানায় বেশ কয়েকজন কর্মী সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোরিয়ার দক্ষিন-পূর্ব শহর গুমিতে ইলেকট্রনিক চিপ নির্মানের এই কারখানায় আক্রান্ত এসব কর্মীদের সাময়িকভাবে ছুটি দিয়েছে স্যামসাং।

চীন থেকে ক্রমশ ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস এ পর্যন্ত সকল ব্যাবসা প্রতিষ্ঠান, কল-কারখানার ক্ষতি করলেও চিপ নির্মানকারী কারখানাগুলো আক্রান্ত হল এই প্রথম। আর এবারই প্রথম স্যামসাং কারখানায় কোনো কর্মীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়লো। স্যামসাং এর পক্ষ থেকে জানানো হচ্ছে এই কর্মীর সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে এবং যেসব জায়গায় তারা কাজ করতেন তা জীবানুমুক্ত করে সংরক্ষন করা হয়েছে। স্যামসাং বলছে তাদের কারখানা চালু আছে এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, কোরিয়ায় এ পর্যন্ত ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
share on