১৪ই এপ্রিল আসবে ওয়ান প্লাস ৮

মঙ্গলবার, মার্চ 31 2020
ওয়ান প্লাস ৮
androidcentral


হুয়াওয়েসহ অন্যান্য স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠানের মত অনলাইনেই নতুন স্মার্টফোন অবমুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাস। চীনা এই কোম্পানীটির টুইটার পেইজে গতকাল তারা এক সংক্ষিপ্ত টুইটে ওয়ান প্লাস ৮ সিরিজের স্মার্টফোন অনলাইনে অবমুক্তির ঘোষনা দিয়েছে । ১২০ হার্জের ডিসপ্লেযুক্ত এই ৫জি স্মার্টফোনটি অনলাইনে প্রদর্শন করা হবে আসছে ১৪ই এপ্রিল।

ওয়ান প্লাস ৮, ওয়ান প্লাস ৮ প্রো এবং ওয়ান প্লাস জেড এই তিনটি ভার্সনই প্রদর্শন করা হবে উক্ত অনুষ্ঠানে। তবে ধারণা করা হচ্ছে এর বাইরেও অন্য কোনো স্মার্টফোন নিয়ে কাজ করার তথ্য প্রকাশ করতে পারে ওয়ান প্লাস। ওয়্যারলেস চার্জিং, ৫জি প্রযুক্তি, আইপি ৬৮ ডাস্ট এন্ড ওয়াটার র‍্যাসিস্টেন্ট প্রযুক্তি এবং ৯০/১২০ হার্জের ডিসপ্লে ওয়ান প্লাসের এই স্মার্টফোন সিরিজকে করবে অনন্য। ১৪ই এপ্রিল বাংলাদেশ সময় রাত ৯টায় খুব সহজেই ওয়ান প্লাসের নতুন স্মার্টফোন অবমুক্তির অনুষ্ঠানটি অফিশিয়াল ওয়েবসাইট অথবা ইউটিউবে উপভোগ করতে পারবেন।
share on