মালয়েশিয়ায় অবমুক্ত হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম৩১

Sunday, March 22 2020
স্যামসাং গ্যালাক্সি এম৩১
sammobile


মালয়েশিয়ায় ৩১শে মার্চ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গ্যালাক্সি এম সিরিজের এই ফোনটি ২৭শে মার্চ থেকে অনলাইনে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা স্যামসাংয়ের অফিশিয়াল অনলাইন স্টোর থেকে অর্ডার করতে পারবেন।

গ্যালাক্সি এম৩১ ফোনের দাম পরবে ১০৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত বা ২৪৮ মার্কিন ডলার। তবে উদ্বোধনী অফারে এটি পাওয়া যাবে ৭৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (১৮০ মার্কিন ডলার) মূল্যে। অফার পেতে ২৭শে মার্চ রাত ১২টা থেকে ২টার মধ্যে অর্ডার করতে হবে।

বাজেট স্মার্টফোনটি কালো, নীল ও লাল এই তিনটি রঙয়ে পাওয়া যাবে। এতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ মিলি অ্যাম্ফিয়ার ব্যাটারি যা দৈনন্দিন যেকোন কাজে ব্যবহার উপযোগী। এতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি মেমোরি স্টোরেজ।

কয়েক সপ্তাহ আগে ভারতে এই ফোনের ৬৪জিবি মেমোরি স্টোরেজেরও একটি ভার্সন বাজারজাত করা হয়। মালয়েশিয়াতে শুধুমাত্র ১২৮জিবি স্টোরেজে পাওয়া যাবে।
share on