ফোনের মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকাতে হুয়াওয়ের ফ্রী সার্ভিস

শনিবার, মার্চ 21 2020
চলছে হুয়াওয়ের ফ্রী ফোন ডিসইনফেকশন সেবা
tbsnews


বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে বাংলাদেশে হুয়াওয়ের অভিনব এক সেবা নজর কেড়েছে গ্রাহকদের। গত বৃহস্পতিবার থেকে দেশের ১৮ টি সার্ভিস সেন্টারে একযোগে চালু হল হুয়াওয়ের ফ্রী ফোন ডিসইনফেকশন সেবা। এই সেবার আওতায় হুয়াওয়ে গ্রাহকরা আগামী ৩১শে মার্চ পর্যন্ত তাদের হুয়াওয়ে ফোন বিনামূল্যে জীবানুমুক্ত করে নিতে পারবেন। এই সেবা প্রদানে হুয়াওয়ে বাংলাদেশে নিয়ে এসেছে একটি বিশেষ ডিভাইস। এই ডিভাইসটির ভিতরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্মার্টফোন রাখলে তা সকল ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দূর করতে সক্ষম বলে জানিয়েছেন হুয়াওয়ের এক কর্মী।

নিত্য ব্যাবহার্য জিনিসপত্রের মধ্যে উল্লেখযোগ্য স্মার্টফোন এর মাধ্যমে খুব সহজেই সংক্রমিত হতে পারে করোনা ভাইরাস। আর তাই নিজের ফোনটি ভাইরাসমুক্ত রাখা খুবই জরুরী। খুব সহজেই এলকোহোল প্যাড কিংবা হ্যান্ড স্যানিটাইজার এর স্মার্টফোন ভাইরাস মুক্ত করা যায়। আর যদি আপনি হুয়াওয়ে গ্রাহক হয়ে থাকেন, তবে এখনি চলে যান নিকটস্থ হুয়াওয়ে সার্ভিস সেন্টারে। বিনামূল্যে আপনার স্মার্টফোনটি পরিষ্কার করে নিন।
share on