কঠোর কোয়ারেন্টিন কার্যকরে রিস্টব্যান্ডের শরণাপন্ন হংকং

শনিবার, মার্চ 21 2020
করোনা সংক্রমণ ঠেকাতে হংকং এর ব্যাবহৃত রিস্টব্যান্ড
straitstimes


চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাস তথা কভিড-১৯ লন্ডভন্ড করে দিচ্ছে পুরো পৃথিবীর অর্থনীতি, শিল্প-বানিজ্য এবং প্রযুক্তি খাতকে। সাহায্য তহবিল গঠন, করোনা গবেষণায় বিনিয়োগ এবং কর্মীদের করোনাভাইরাস থেকে নিরাপদে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গুগল, মাইক্রোসফট, অ্যাপল এবং ফেসবুকের মত প্রতিষ্ঠান সমূহ। তবে বাস্তব অর্থে কোনোভাবেই ঠেকানো যাচ্ছেনা এ ভাইরাসের সংক্রমণ। আর এবার এই সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের গতিবিধি পর্যবেক্ষন করতে হংকং চালু করেছে নতুন রিস্টব্যান্ড।

চীন শাসিত হংকং এ ইউরোপ, নর্থ আমেরিকা কিংবা মধ্য-প্রাচ্য থেকে আগত যাত্রীদের হাতে বিমান বন্দরেই পড়িয়ে দেওয়া হচ্ছে বিশেষ এই রিস্টব্যান্ড, নির্দেশ দেওয়া হচ্ছে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার। আর হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এসব বিদেশ ফেরত যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষন করতে সাহায্য করছে এই রিস্টব্যান্ড। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যেকোনো সাহায্য কিংবা মেডিকেল সেবার প্রয়োজন হলে এই রিস্টব্যান্ড এবং স্মার্টফোনের মাধ্যমে জানানো যাবে নিকটস্থ সাহায্য কেন্দ্রে। ইতোমধ্যে ৬ হাজার রিস্টব্যান্ড চালু করা হয়েছে এবং আরো ২০ হাজার রিস্টব্যান্ড শীঘ্রই হংকং এ পৌছাবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এমন উদ্ভাবনী প্রযুক্তি ব্যাবহারকে স্বাগত জানিয়েছেন হংকং এর সাধারন মানুষ। তবে যথাযথভাবে এ প্রযুক্তি বিদেশ ফেরতরা ব্যাবহার করবেন কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
share on