স্মার্টফোন ছাড়াই চলবে হুয়াওয়ের হারমোনি অপারেটিং সিস্টেম!

Tuesday, December 10 2019
হুয়াওয়ে
Reuters


যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান দ্বন্দ্বের যথেষ্ট প্রভাব পড়েছে চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর। সেসময়ে হুয়াওয়ের জন্যে আমেরিকান টেক জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বন্ধের ঘোষনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো। অন্যদিকে হুয়াওয়েও ঘোষনা করেছিলো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হংমেং অপারেটিং সিস্টেম। হংমেং বা হারমোনি নামে প্রকাশ পাওয়া এই অপারেটিং সিস্টেমকে অ্যান্ড্রয়েডের চেয়েও দ্রুত বলে ঘোষনা করেছে কোম্পানিটি।

তবে বানিজ্যিকভাবে অবশেষে বাজারে আসতে যাচ্ছে হারমোনি ওএস। ফোন কিংবা ট্যাবলেটের জন্যে না হলেও অন্যান্য প্রযুক্তি পণ্যের জন্য আগামী মাসেই শুরু হয়ে যাচ্ছে হারমোনির যাত্রা। ধারণা করা হচ্ছে স্মার্ট টিভি, স্মার্ট ঘড়ি, স্পিকার এবং ভার্চুয়াল রিয়্যালিটি পণ্যে ইন্সটলের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে পড়বে হুয়াওয়ে গ্রাহকদের বহুল আকাঙ্খিত হারমোনি ওএস।
share on