অপো রেনো এইস, সবচেয়ে দ্রুত ফাস্ট চার্জিং ফোন!

Sunday, November 10 2019
অপো রেনো এইস
the verge


গতমাসে অপো তাদের ফ্ল্যাগশীপ ফোন রেনো এইস বাজারে নিয়ে আসার ঘোষনা দিয়েছিলো। এই স্মার্টফোনটিকে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ফাস্ট চার্জিং ফোন বলেও ঘোষনা করেছিলো চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

৬৫ ওয়াটের সুপারভিওওসি ২.০ ফাস্ট চার্জার ব্যাবহার করা হয়েছে অপোর সদ্য বাজারে আসতে যাওয়া এই ফোনটিতে। যাতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী চার্জ হতে সময় নিবে মাত্র ৩০ মিনিট। ধারণা করা হচ্ছে, এত দ্রুত চার্জ হতে পারা অপোর এই ফোনটি অন্যান্য সকল ব্র্যান্ডের ফোন থেকেই কিছুটা এগিয়ে থাকবে।

সম্প্রতি অপো রেনো এইস হ্যান্ডসেটটির ফাস্ট চার্জিং নিয়ে পরীক্ষা চালাতে গিয়ে দেখা যায় এর ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারীটির ১০০% চার্জ সম্পন্ন হয় প্রায় ৩১মিনিট ৩১ সেকেন্ডে। যা অন্যান্য ১৮ ওয়াট বা ২২ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করা ফোনগুলোর চেয়ে অনেক দ্রুত।
share on