ফেসবুক ও গুগলের বিরুদ্ধে আমেরিকার তদন্ত শুরু

Monday, September 09 2019
ফেসবুক ও গুগলের বিরুদ্ধে আমেরিকার তদন্ত শুরু!
Snappa


জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে তদন্তের জন্য পৃথক দুটি বোর্ড গঠন করেছে মার্কিন বিচার মন্ত্রণালয়। ফেসবুক ও গুগলের বিরুদ্ধে নানান অভিযোগ ও সমালোচনার কারণে গত জুলাই থেকেই এই বিষয়ে বেশ কথা হচ্ছিল।

নিউইয়র্ক, কলোম্বিয়াসহ আরও ৭টি স্টেট নিয়ে গঠিত প্রথম তদন্ত বোর্ড ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবে। অন্যদিয়ে টেক্সাস ও আরও ৪০টি স্টেট নিয়ে গঠিত দ্বিতীয় তদন্ত বোর্ড দেখবে গুগলের বিরুদ্ধে অভিযোগ!

এদিকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস- ফেসবুক তাদের ব্যবহারকারীদের তথ্য চুরি করছে কিনা, ভোক্তাদের পছন্দের মান হ্রাস করছে কিনা ও বিজ্ঞাপনের দাম বাড়িয়েছে কিনা, এসব বিষয়ে তদন্ত করছে জানিয়ে টুইট করেছেন। এ ছাড়া তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অবশ্যই আইন মেনে চলা উচিত!

জানা গেছে ফেসবুক ও গুগলের পাশাপাশি অ্যাপল ও অ্যামাজনকেও তদন্তের আওয়াতায় আনা হয়েছে!

উল্লেখ্য, গত বছর থেকেই ফেসবুক 'ক্রেমব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কারিসহ' নানান বিতর্কে জড়িয়ে রয়েছে। অন্য দিকে গুগলের বিপক্ষে রয়েছে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক ও প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনকে ব্লক করার মতো অভিযোগ!
share on