অ্যাপলের চেয়েও শক্তিশালী চিপসেট আনলো হুয়াওয়ে!

শনিবার, সেপ্টেম্বর 07 2019
শক্তিশালী ৫জি চিপসেট আনলো হুয়াওয়ে!
Reuters


কিরিন ৯৯০ নামে একটি শক্তিশালী ৫জি চিপসেট আনলো চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। ফ্ল্যাগশিপ বা হাই এন্ড ফোনগুলোতে এটি ব্যবহার করা হবে বলে জানা গেছে!

গতকাল বার্লিনে অনুষ্ঠিত হওয়া 'আইএফএ কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মেলায়' সংবাদ সম্মেলন করে চিপসেটটির ঘোষণা দেয় হুয়াওয়ে।

হুয়াওয়ের দাবি, তাদের এই কিরিন ৯৯০ চিপসেটটি অ্যাপলের এ১৩ চিপের চেয়েও অধিক শক্তিশালী। এই চিপসেটি আনা হয়েছে মূলত ৫জি ফোনের জন্য। জানা গেছে, এটি প্রতি সেকেন্ডে ২.৩ গিগাবাইট ডাউনলিংক স্পিড দিতে সক্ষম। এই চিপটি তৈরি করা হয়েছে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে।

এ ছাড়াও হুয়াওয়ে তাদের 'মেট ৩০' সিরিজের ফোন আনার কথাও জানায় এই সম্মেলনে। আগামী ১৯ সেপ্টেম্বর মিউনিখে 'মেট ৩০' সিরিজ উন্মোচন করা হবে বলে জানিয়েছে তারা! তবে ওই ফোনে গুগলের অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম ও গুগলের অন্যান্য অ্যাপগুলো থাকবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

হুয়াওয়ের কনজুমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড উ 'কিরিন ৯৯০' চিপসেটটির বিষয়ে বলেন, 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫জি সিস্টেম রয়েছে এই চিপে। এটি ফাইভজি মডেমসমূহের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী।'
share on