দরপতন ঠেকাতে নিজেই শেয়ার কিনবে শাওমি

Wednesday, September 04 2019
শেয়ার মূল্য বাড়াতে শাওমির ১.৫ বিলিয়ন ডলারের শেয়ার বায়ব্যাক প্ল্যান!
Reuters


নড়বড়ে শেয়ারের মূল্য বাড়াতে প্রায় ১.৫ বিলিয়ন ডলারের শেয়ার বাইব্যাক করার পরিকল্পনা করেছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি! শাওমির শেয়ার দর ৭% বৃদ্ধি পেয়ে এই বায়ব্যাক খবরের প্রতিক্রিয়া জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর হংকংয়ে তালিকাভুক্ত হওয়া শাওমির শেয়ার মূল্য এই বছর প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে এবং বর্তমানে তাদের প্রাথমিক পাবলিক অফার দামের অর্ধেকের একটু উপরে রয়েছে। এই বিষয়টি তাদের ব্যবসায়িক বৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে এবং প্রতিযোগিতা বাড়িয়েছে!

জুনে সরকারবিরোধী ব্যাপক প্রতিবাদ শুরু হওয়ার ফলে, হংকংয়ের শেয়ার বাজারেও শাওমির শেয়ারগুলো দ্রুত লোকসানের শিকার হয়েছে। জানা গেছে, হংকং শহরের বিনিময় সংস্থাগুলি জুনের পর থেকে সম্মিলিতভাবে প্রায় ১৫২ বিলিয়ন ডলার মূল্যের লোকসান গুণেছে।

তবে শাওমির জন্য ভালো খবর হলো, গত মঙ্গলবার তাদের শেয়ার মূল্য ৬.৮ শতাংশ বেড়ে ৮.৯২ হংকং ডলার হয়েছে!
share on