এবার রাশিয়ান অপারেটিং সিস্টেম নিয়ে আসছে হুয়াওয়ে!

Tuesday, August 27 2019
ট্যাবলেটে রাশিয়ান অপারেটিং সিস্টেম ইন্সটল করতে চায় হুয়াওয়ে!
Reuters


হুয়াওয়ে রাশিয়ায় আদমশুমারি কাজে ব্যবহারের জন্য ৩৬০০০০টি ট্যাবে রাশিয়ান অপারেটিং সিস্টেম 'অরোরা' ইন্সটল করার বিষয়ে আলোচনা শুরু করেছে।

আমেরিকার নিষেধাজ্ঞার পর থেকেই হুয়াওয়ে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিকল্প খুঁজছে। হুয়াওয়ের একটি সূত্র জানিয়েছে, 'এটি একটি পাইলট প্রকল্প। আমরা এটিকে হুয়াওয়ের ডিভাইসে রাশিয়ান ওএস চালু করার প্রথম পর্যায় হিসাবে দেখছি!' এদিকে এ বিষয়ে হুয়াওয়ের এক মুখপাত্র জানান, তারা রাশিয়ান যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে।

গেল সপ্তাহে হুয়াওয়ে জানিয়েছিল, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা এই বছর তাদের স্মার্টফোন ইউনিটের আয়কে প্রায় ১০ বিলিয়ন ডলার হ্রাস করতে পারে।

এদিকে রাশিয়াও ২০২০ সালের আগস্টের মধ্যে হুয়াওয়ের ৩৬০০০০টি ট্যাবলেটে অরোরা ওএস ব্যবহার নিয়ে আলোচনা করছে। হুয়াওয়ে এই প্রকল্পে আগ্রহী এবং এটি ব্যবহার করা যেতে পারে এমন ট্যাবলেটগুলির নমুনাও দেখিয়েছিল।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ গুগল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলি ছিনিয়ে নেওয়ার পর থেকে হুয়াওয়েও একটি নিজস্ব অপারেটিং সিস্টেম ডেভেলপ করার দৌড়ে আছে!
share on