মার্কিন নিষেধাজ্ঞায় হুয়াওয়ের ক্ষতি পূর্বানুমানের চেয়ে কম হবে

Friday, August 23 2019
আমেরিকায় নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের ১০ বিলিয়ন ডলার ক্ষতি!
Reuters


চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে জানিয়েছে, আমেরিকায় বাণিজ্যে নিষেধাজ্ঞার ফলে তারা এ বছর যে পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করেছিল, তার চেয়ে কম হবে। তবে হুয়াওয়ের স্মার্টফোন ইউনিটের আয় ১০ বিলিয়ন ডলার কমে যাবে বলে ধারণা তাদের।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চলতি বছরের মে মাসে হুয়াওয়ে টেকনোলজির ১০০ বিলিয়ন ডলারের ব্যবসায় প্রথম আঘাত আসে। গত জুনে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও সিইও রেন ঝেংফেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে তাদের বার্ষিক আয়ে ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

শানঝেইনে প্রধান সদর দফতরে, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ উদ্বোধনকালে হুয়াওয়ের উপ-চেয়ারম্যান এরিখ জু সাংবাদিকদের জানান, তারা ধারণা করছেন বার্ষিক আয়ে হুয়াওয়ের এই ক্ষতির পরিমাণ হয়তো কম হবে। প্রকৃতপক্ষে এই ক্ষতির পরিমাণ কত হবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী মার্চের ফলাফল পর্যন্ত! আর বিক্রয় আয় ১০ বিলিয়ন ডলার হ্রাস পেতে পারে!
share on