হুয়াওয়ের সাথে দুরত্ব কমতে শুরু করেছে ট্রাম্প প্রশাসনের?

বৃহস্পতিবার, জুলাই 04 2019
হুয়াওয়ে ফোন
android central


কয়েকমাস অনিশ্চয়তার পর, গত সপ্তাহের জি ২০ সামিটে প্রেসিডেন্ট ট্রাম্প এর ঘোষণার পর হুয়াওয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে । অর্থাৎ, আমেরিকান সংস্থাগুলি হুয়াওয়ের সাথে আবারো বিক্রয় কার্যক্রম শুরু করতে পারবে। তবে, মার্কিন বানিজ্য বিভাগ চীনের এই সর্ববৃহৎ প্রতিষ্ঠানটিকে এখনো কালো তালিকাভুক্ত থেকে বাদ দেয়নি।

রয়টার্সের কাছে আসা এক ই-মেইলের মাধ্যমে জানা যায়, মার্কিন সংস্থাগুলোর প্রতি এমন নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এখনও চীনা এই প্রতিষ্ঠানের সাথে পূর্বের ন্যায়ই আচরন করে যা তারা কালো তালিকাভুক্ত অবস্থায় করেছিলো। হুয়াওয়ে সম্পর্কিত ট্রাম্পের জি ২০ ঘোষণার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বানিজ্য বিভাগের এক ব্যাক্তি এমন নির্দেশনা দিলেন।

ট্রাম্প আরো বলেন, মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের তৈরি এমন জিনিসগুলোই আমদানী করতে অনুমতি দেওয়া হবে, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করবেনা। যদিও হুয়াওয়ে কালো তালিকায় থাকবে, তবে শর্ত সাপেক্ষে কিছু পন্যের জন্য ছাড় দেওয়া হবে।
share on