অগমেন্টেড রিয়েলিটি গ্লাস অবমুক্ত করলো ভিভো

Wednesday, June 26 2019
ভিভো এআর গ্লাস
the verge


অগমেন্টেড রিয়েলিটি নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা করছে চীন ভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এই প্রথম তারা বাজারে নিয়ে এলো তাদের তৈরী এআর গ্লাস। চীনের সাংহাই এ ভিভো এআর গ্লাসটি জনসম্মুখে উন্মুক্ত করে। হাল্কা ওজনের এই এআর গ্লাসে রয়েছে ২টি স্বচ্ছ ডিসপ্লে, হেডসেট এবং ৬ডিওএফ ট্র্যাকিং প্রযুক্তি।

ভিভো বলছে, বর্তমানে এআর গ্লাসটি ৫টি বিশেষ ক্ষেত্রে ব্যাবহারযোগ্য। গেমিং, অফিসের কাজ, ৫জি থিয়েটার, ফেস রিকগনিশন এবং অবজেক্ট রিকগনিশনে আপনি ব্যাবহার করতে পারবেন এই এআর গ্লাস। সেইসাথে ভিভো এই এআর গ্লাসের প্রচারণামূলক একটি ভিডিও ও প্রকাশ করেছে। ভিডিওটিতে দেখা যায়, একজন ব্যাক্তি খাবার টেবিলে বসে রিয়েল টাইম গেইমস খেলছেন এবং সেইসাথে তার আশেপাশে গেইমের অবজেক্টগুলো তার খাবার টেবিলের আশেপাশে উড়ছে।

ভিভোর এই গ্লাসটি খুব শীঘ্রই বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু ৫জি সংস্করণের ফোন খুব শীঘ্রই বাজারে আসছে, সেক্ষেত্রে এই এআর গ্লাসটি হতে পারে খুবই কার্যকরী। এই এআর গ্লাসের মাধ্যমে ভিভো তাদের পরবর্তী লক্ষ্য যে স্মার্টওয়াচ, এআর গ্লাস এবং হেডফোনের দিকে তা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছে।
share on