বাংলায় এসএমএস পাঠাতে খরচ মাত্র ২৫ পয়সা!

Saturday, June 22 2019
মোবাইল ফোন
google


মাতৃভাষা বাংলায় এসএমএস সার্ভিসকে জনপ্রিয় করতে দেশের সকল মোবাইল অপারেটরকে বাংলায় লেখা এসএমএস প্রতি খরচ ২৫ পয়সা করার নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি কমিশন-বিটিআরসি।

উল্লেখ্য, ২২জুন মধ্যরাত থেকে দেশের সকল মোবাইল অপারেটর এর ব্যাবহারকারীরা যেসব এসএমএস পাঠাবেন সেগুলো যদি বাংলায় লেখা হয় তবে সেক্ষেত্রে এসএমএস প্রতি ২৫পয়সা হারে চার্জ কাটতে হবে। তবে অন্য এসএমএসের ক্ষেত্রে কোন নির্দেশনা দেওয়া হয় নি বিটিআরস্যার পক্ষ থেকে। কয়েক বছর আগে প্রতি এসএমএসের খরচ ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এখনো বাংলা ছাড়া অন্যান্য ভাষার এসএমএসে খরচ ৫০ পয়সা বহাল থাকছে। দেশে বর্তমানে রবি, জিপি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক নামে ৫টি টেলিকম অপারেটরের প্রায় ১৪ কোটি গ্রাহক রয়েছে।

বিটিআরসি’র পক্ষ থেকে জানানো হয়, মাতৃভাষা বাংলাকে টেলিকম সেবায় জনপ্রিয় করতে মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।
share on