পিছিয়ে গেলো হুয়াওয়ের ভাঁজ করা ফোনের অবমুক্তি

রবিবার, জুন 16 2019
হুয়াওয়ের ভাঁজ করা ফোন
Reuters


ভাঁজ করা পর্দার দৌড়ে সামিল হওয়ার জন্য মেট এক্স নামের স্মার্টফোনের ঘোষণা দিয়েছিলো হুয়াওয়ে। তবে গতমাসে যুক্তরাষ্ট্র থেকে কালো তালিকা ভুক্ত হওয়ার পর এই ফোন বাজারে আনার ব্যপারে কিছুটা ঝুঁকির সম্মুখীন হচ্ছে কোম্পানিটি। আর এই জন্যই এই মোবাইলের বাজারে অবমুক্ত করার সময় তিন মাস পিছিয়ে দিয়েছে হুয়াওয়ে।

স্যামসাং ইলেক্ট্রনিক্স এর গ্যালাক্সি ফোল্ডের সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য হুয়াওয়ে মেট এক্স বাজারে আনার কথা জানিয়েছিল কোম্পানিটি। আর তারা আরও জানিয়েছিল গ্যালাক্সি ফোল্ডে যে সকল সমস্যা ছিল হুয়াওয়ে এই সকল সমস্যার সমাধান নিয়েই বাজারে আনবে নতুন এই ভাঁজ করা পর্দার মোবাইলটি। যদিও জুনে মোবাইলটি বাজারে ছাড়ার কথা ছিল তবে আমেরিকান সরকারের নিষেধাজ্ঞার পর সেপ্টেম্বরে মোবাইলটি বাজারে ছাড়বে বলে জানিয়েছে কোম্পানিটি। যদিও কোম্পানিটি এই বিষটি মানতে নারাজ। হুয়াওয়ের কর্পরেট যোগাযোগের প্রধান ভিনসেন্ট প্যাং রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য নয়, তারা মোবাইলটি নিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করছে এবং একারনেই তারা মোবাইলটি বাজারে উন্মুক্ত করতে বিলম্ব করছে। এছাড়াও তিনি আরও জানিয়েছেন তাদের নতুন হং মেং অপারেটিং সিস্টেম আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে ব্যবহারের জন্য বাজারে উন্মুক্ত করা হবে। নতুন এই অপারেটিং সিস্টেমের ট্রেডমার্ক লাইসেন্সের জন্য কোম্পানিটি এখনই অনেক দেশে আবেদন করেছে বলে খবর রয়টার্সের। এছাড়াও নিজের দেশে গতবছরের আগস্টে হুয়াওয়ে তাদের এই অপারেটিং সিস্টেমের ট্রেডমার্ক লাইসেন্সের জন্য আবেদন করেছিল বলেও জানা গিয়েছে।
share on