বন্ধ হয়ে যাচ্ছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার!

শনিবার, জুন 01 2019
ব্ল্যাকবেরি মেসেঞ্জার
the guardian

মোবাইল চ্যাটিং সুবিধা প্রদানকারী মেসেজিং অ্যাপ বিবিএম বা ব্ল্যাকবেরি মেসেঞ্জার বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবহারকারীর অভাবে এই অ্যাপটি বন্ধ করে দিচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি। অ্যাপটি বন্ধ করার ঘোষণা আসে গত এপ্রিল মাসে। কোম্পানি থেকে ব্যবহারকারীদের এক মাস সময় দেওয়া হয়েছিল যেন তারা অন্য কোথাও নিজেদের স্থানান্তরিত করতে পারে। অবশেষে সেই সময় শেষ হয়ে যাওয়ায় কোম্পানি থেকে জানানো হয়েছে তারা এই অ্যাপ বন্ধ করে দিচ্ছে।

কোম্পানিটি একটি ব্লগপোষ্টের মাধ্যমে এই ঘোষণা দেয়। তারা বলে, “আমরা যা তৈরি করেছি তার উপর আমরা গর্বিত । প্রযুক্তি শিল্পটিই এমন আমাদের অনেক চেষ্টার ফলেও, ব্যবহারকারীরা নিজেদের অন্য প্ল্যাটফর্মগুলোতে স্থানান্তর করে ফেলেছে। এখন অ্যাপটিতে ব্যবহারকারীর সংখ্যাও অনেক কম। তাই আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ”

প্রথমে বিবিএম তেমন জনপ্রিয় না হলেও ২০০৯ সালের দিকে এটি বেশ জনপ্রিয়তা লাভ করে। কারন তখন কোম্পানিটি তাদের মোবাইল নিয়ে কাজ করছিল এবং কিভাবে এটিকে কনজিউমার পণ্য বানানো যায় সেই চেষ্টা করছিল।

ব্ল্যাকবেরি প্রথম থেকেই ফিজিক্যাল কিবোর্ড আর কম বাজেটের মোবাইলের দিকে লক্ষ্য স্থির রেখে বাজারে অগ্রসর হচ্ছিল। তারা কখনোই নিজেদেরকে আইফোন কিংবা অন্যান্য এন্ড্রয়েড মোবাইলের সাথে তুলনা করেনি এবং তাদের সাথে কোনোরূপ প্রতিযোগিতা করেনি। আইফোন চালু হওয়ার মাত্র ৫ বছরেরও কম সময়ে ২০১৩ সালে কোম্পানিটি তাদের ম্যাসেজিং অ্যাপ বিবিএম আইফোনের জন্য ও এন্ড্রয়েডের জন্য নিয়ে এসে বাজারে তাক লাগিয়ে দেয়। আর ২০১৬ সালে মোবাইল ফোন কোম্পানি ব্ল্যাকবেরি তাদেরকে মোবাইল ফোন ব্যবসা থেকে গুটিয়ে নেয়।

২০১৯ সালের মান অনুযায়ী অন্যান্য চ্যাটিং অ্যাপ যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের তুলনায় বিবিএম অনেক দুর্বলভাবে সুরক্ষিত ছিল। যা আইন প্রয়োগকারী সংস্থ্যাগুলোর নজরে আসে এবং তারা কোম্পানিটিকে এই ব্যপারে অবগত করে। কোম্পানিটি থেকে তখন বিবিএম এর কনজিউমার সংস্করণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যদিও বিবিএম এর এন্টারপ্রাইজ সংস্করণ এখনও বাজারে আছে, যা ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রথম বছরের জন্য এটি ফ্রিতে ব্যবহার করা যাবে এবং পরবর্তিতে ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ৬ মাস অন্তর অন্তর ২১০ টাকা করে ফি দিতে হবে।
share on