পাই আপডেট পাবে স্যামসাং গ্যালাক্সী এম১০, এম২০ এবং এম৩০

Saturday, May 25 2019
স্যামসাং গ্যালাক্সী এম৩০
android authority


স্যামসাং ঘোষনা করেছে খুব শীঘ্রই তারা তাদের ৩টি হ্যান্ডসেট মডেলের জন্য অ্যান্ড্রয়েড পাই সংস্করণ অবমুক্ত করতে যাচ্ছে। আগামী ৩রা জুন অ্যান্ড্রয়েড পাই সংস্করণে আপডেট করে নেওয়া যাবে গ্যালাক্সী এম১০, এম২০ এবং এম৩০ মডেলের স্মার্টফোনগুলো।

অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণের সাথে থাকছে সর্বশেষ সিকিউরিটি প্যাচ এবং স্যামসাং এর ওয়ান ইউয়াই ইন্টারফেস। স্যামসাং স্মার্টফোন ব্যাবহারকারীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরীকৃত এই ওয়ান ইউআই ইন্টারফেস ব্যাবহারকারীদের এক হাতে ফোন ব্যাবহার এবং সহজেই প্রয়োজনীয় সব খুজে পেতে সাহায্য করবে। এই ওয়ান ইউআই তে সংযোজিত হয়েছে গেস্টার ন্যাভিগেশন সিস্টেম। এছাড়াও নতুন সংস্করণে উন্নত করা হয়েছে এর বিক্সবি ও ডেক্স সিস্টেম।

স্যামসাং তাদের নিন্ম থেকে মধ্যম রেঞ্জের এই ৩ টি স্মার্টফোন বাজারে এনে শাওমি, ভিভো, হুয়াওয়ে এবং ওপ্পোসহ চাইনিজ অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে যোগ্য জবাব দিয়েছে। বর্তমানে তারা এই ৩ টি হ্যান্ডসেটের ব্যাপক প্রচার প্রচারনা করছে। সেইসাথে সমসাময়িক অন্যান্য ফোনের পূর্বেই এদের অ্যান্ড্রয়েড পাই সংস্করণে নিয়ে যাচ্ছে।
share on