ভারতের বাজারে আসছে শাওমির নোট ৭ এস

সোমবার, মে 20 2019
শাওমি নোট ৭ এস
androidcentral


বিগত তিন মাসে ভারতের বাজারে ২০ লক্ষ রেডমি নোট ৭ সিরিজের মোবাইল বিক্রি করতে সমর্থ হয়েছে শাওমি। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি নিয়ে এসেছে রেডমি নোট ৭এস। নতুন এই মোবাইলটি অনেকাংশেই নোট ৭ এর মত তবে এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা।

শাওমি সবসময়ই অল্প কিছু পরিবর্তন করে নতুন নতুন মোবাইল বাজারে নিয়ে আসে আর এবারও এর কোনো ব্যাতিক্রম হয় নি। নোট ৭ এর ভারতীয় স্ংস্করণে মূল ক্যামেরা মাত্র ১২ মেগাপিক্সেল ছিলো। আর নোট ৭ এস-এ ৪৮ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ছাড়া নোট ৭ এর সাথে কোনো পার্থক্য নেই। নতুন এই মোবাইলটিতে পূর্বের মতই ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে , স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর আবার ১৩ মেগাপিক্সেল সামনের ক্যামেরা , হাইব্রিড সিম কার্ড স্লট আর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

নোট ৭ এর মতই এর দুটি সংস্করণ রয়েছে - একটি হলো ৩/৩২ আর অন্যটি হলো ৪/৬৪। আর দুটি সংস্করণ ভারতে বিক্রি হবে যথাক্রমে ১০৯৯৯ রূপি ও ১২৯৯৯ রূপি মূল্যমানে। মোবাইলগুলোর বিক্রি শুরু হবে মে মাসের ২৪ তারিখ থেকে।
share on