আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ১০!

Tuesday, May 14 2019
গ্যালাক্সি নোট ১০
google


স্যামসাং গ্যালাক্সি এস১০ এর মতই গ্যালাক্সি নোট ১০ এ থাকছে ১৯:৯ অনুপাতের পর্দা। এই মডেলের ২টি ভিন্ন সাইজের স্যামসাং ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে গ্যালাক্সি নোট ১০ এবং নোট ১০ প্রো। চলতি বছরের শেষ নাগাদ ফোন দুটি ফোরজি ও ফাইভজি সংস্করণে বাজারে আলোড়ন তৈরী করতে পারে।

সম্প্রতি ফোনটির HTML5 টেস্টের ফলাফলে গ্যালাক্সি নোট ১০ প্রো এ ১৯:৯ অনুপাতের পর্দা থাকার তথ্য ফাঁস করে বেঞ্চমার্ক। গুঞ্জন আছে নোট ১০ এর প্রকৃত পর্দার সাইজ হতে পারে ৬.২৮ ইঞ্চি এবং নোট ১০ প্রো এর জন্য তা ৬.৭৫ ইঞ্চি পর্যন্ত। স্ক্রিন রেজ্যুলিউশন ১৪৪০*৩০৪০ পিক্সেল। পিক্সেল ডেনসিটি হতে পারে যথাক্রমে ৫৩৬ পিপিআই এবং ৪৯৮ পিপিআই। দুটি ফোনই আসবে এন্ড্রয়েড পাই ভার্সনে।
share on