পরবর্তী আইফোনের ক্যামেরার তথ্য ফাঁস

সোমবার, মে 13 2019
iPhone XR
9to5mac


মার্ক গুরম্যান নামে এক ব্যাক্তি নিজের টুইটারে উপরোক্ত ছবিটি প্রকাশ করেন। অনলিকস নামক একটি সংস্থা বলছে এই বছরেই ৩টি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল যাতে থাকছে চারকোনা ক্যামেরা বাম্প। তার মধ্যে একটি হচ্ছে আইফোন এক্সআর, যাতে ২টি ক্যামেরা থাকছে। আইফোনের ফাঁস হওয়া নতুন এসব মডেলগুলোর তথ্যের উপর ভিত্তি করে তাদের উপযোগী করে ফোনের কেইস বানানোর কাজ ইতোমধ্যেই শুরু করেছে কেইস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এই পর্যন্ত সামনে আসা তথ্যগুলো হয়ত ফোনের ডিজাইন, প্রস্থ, উচ্চতা বা পুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দিতে পারবেনা তবে ফোনের কেইস তৈরীর জন্য দরকারী তথ্যাদি হাতে নিয়েই কাজে নেমে পড়েছে প্রতিষ্ঠানগুলো। অর্থ্যাৎ স্পিকার, ক্যামেরা, বাটন, মাইক্রোফোন ইত্যাদি গুরুত্বপূর্ণ অংশের বিস্তারিত ডিজাইন প্রস্তুতকারকদের হাতে রয়েছে।

iPhone 11
9to5mac


আইফোন ১১ এর ফাঁস হওয়া তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায় যে হ্যান্ডসেটটির পিছনের অংশের অনেকটা জুড়েই রয়েছে ক্যামেরা বাম্পটি। বাম্পের ভিতরে ক্যামেরা, ফ্ল্যাশ এবং মাইক্রোফোনটি এমনভাবে সংযুক্ত হয়েছে, যার যৌক্তিকতা কম আপাতদৃষ্টে। অনলিকসই প্রথম কোনো সংস্থা যারা আইফোনের এমন ক্যামেরা বাম্পের কথা উল্লেখ করেছে। তারা বলছে এমন ক্যামেরা বাম্পের ডিজাইনের ব্যাখ্যা কেবল অ্যাপলই দিতে পারে। তবে ধারনা করা হচ্ছে সনির প্রস্তুতকৃত আল্ট্রা ওয়াইড লেন্স আইফোন ১১ এবং আইফোন ১১ ম্যাক্স এ যুক্ত করাতে এমনটা হতে পারে।
share on