যেসকল ফোনে আর মিলবে না হোয়াটস অ্যাপ

সোমবার, মে 13 2019
হোয়াটস অ্যাপ
the verge


হোয়াটস অ্যাপ তাদের “সাপোর্ট ফর অপারেটিং সিস্টেম” পেজের তথ্য হালনাগাদ করেছে। এতে পরবর্তী আপডেটে যে সকল ওএসগুলো থাকছে না তার নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে ওই নির্দিষ্ট ওএস চালিত ফোনগুলোতে আর হোয়াটস অ্যাপ চলবে না।

প্রথমেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সকল ফোনের উপর এর প্রভাব পরবে। কারণ পরবর্তী আপডেটে বাদ দেওয়া হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত মোবাইল ফোনের নাম। আগামী ২০২০ সালের ফেব্রুয়ারী মাস থেকে অ্যান্ড্রয়েড ভার্সন 2.3.7 চালিত ফোনে হোয়াটস অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে না। iOS7 চালিত আইফোনগুলোতেও একই সময় থেকে আর হোয়াটস অ্যাপ চলবে না। অ্যাপল ডিভাইসগুলোর মধ্যে আইফোন 3GS, ব্ল্যাকবেরি ওএস ও ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের জন্য হোয়াটস অ্যাপ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন করে কাইওএস 2.5.1+, জিও ফোন ও জিও ফোন2 হোয়াটস অ্যাপ সাপোর্ট লিস্টে যুক্ত হয়েছে।
হোয়াটস অ্যাপ তাদের সাপোর্ট লিস্ট থেকে বাতিল করে দেওয়া ওএস ব্যবহারকারীদের সতর্ক করে দিচ্ছে। তাছাড়া পুরোনো ফোন ব্যবহারকারীরা আর চ্যাট হিস্ট্রি শেয়ার করতে পারবে না।
share on