অ্যাপলের স্থান দখল করলো হুয়াওয়ে

Sunday, May 05 2019
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান
google


২০১৯ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রয়ে স্ংখ্যার দিক দিয়ে আ্যাপলকে ছাড়িয়ে গেলো চাইনিজ কোম্পানি হুয়াওয়ে। বছরের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী বিক্রি হওয়া স্মার্টফোনের ১৯ শতাংশ সরবরাহ করেছে হুয়াওয়ে, যেখানে আ্যাপলের অংশ মাত্র ১১ শতাংশ। ফলে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসাবে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান এখন হুয়াওয়ে টেকনোলজিস। প্রতিযোগিতায় প্রথমে থাকা স্যামসাংকে টক্কর দিতে হুয়াওয়ে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। নিজ দেশ চায়নাসহ অন্যান্য দেশে প্রচুর স্মার্টফোন বিক্রয় করে হুয়াওয়ে অবিচলভাবে এগিয়ে যাচ্ছিলো অ্যাপল এবং স্যামসাং এর দিকে। আইফোন নির্মাতা প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের স্মার্টফোন বিক্রয়ে ধস নামার কথা স্বীকার করে নিয়েছে। তবে স্যামসাং এর বাজারে নতুন আসা এস১০ স্মার্টফোন বিক্রয় ক্রমান্বয়ে বেড়েই চলছে। বিশেষজ্ঞদের মতে হুয়াওয়ে দ্বিতীয় অবস্থানে থেকেই ২০১৯ সাল শেষ করবে।

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মনিটরিং সংস্থা আইডিসির ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইত বলেছেন ‘সবদিক বিবেচনায় স্মার্টফোন বিক্রয়ের বাজার ঝুকির মুখে রয়েছে’।
share on