টোকিওতে ট্যাক্সি সার্ভিস চালু করলো সনি

মঙ্গলবার, এপ্রিল 16 2019
সনির ট্যাক্সি ভাড়া করার সার্ভিস
engadget


সনির একটি যৌথ উদ্যোগে গত ১৫ই এপ্রিল থেকে টোকিওতে চালু হয়েছে একটি ট্যাক্সি ভাড়া করার সার্ভিস, যা জাপানের যাতায়াত ব্যবস্থায় একটি ভিন্নধর্মী পদক্ষেপ। "Minna no Taxi" নামের এই কোম্পানির এস.রাইড অ্যাপটি ইতিমধ্যে ব্যবহার শুরু হয়েছে, যা ব্যবহারকারীদের নজর কেড়েছে। নগদ টাকা, ক্রেডিট কার্ড বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। সনি জানিয়েছে এস.রাইড অ্যাপটি এআই প্রযুক্তি ব্যবহার করে কোথায় সর্বোচ্চ গ্রাহক চাহিদা রয়েছে সে অনুযায়ী ড্রাইভারদের তাৎক্ষণিক সেখানে পাঠাবে।

সনির ট্যাক্সি ভাড়া করার সার্ভিস
engadget


গত বছর সনি কর্পোরেশন ও ছয়টি ট্যাক্সি কোম্পানি যৌথভাবে " Mina no taxi (Everybody's Taxi)" Corporation প্রতিষ্ঠা করে। সনি জানিয়েছে মোট গাড়ির সংখ্যা দশ হাজারের বেশি হবে। জাপানে এস.রাইডই প্রথম ট্যাক্সি সার্ভিস নয়। 'লাইন' নামের চ্যাটিং অ্যাপ, 'Nihon Kotsu' নামের একটি স্বনামধন্য ট্যাক্সি কোম্পানির সাথে যৌথভাবে ২০১৫ সালে ট্যাক্সি সার্ভিস চালু করে যা গতবছর বন্ধ হয়ে যায়। সনির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে 'জাপান ট্যাক্সি' যা জাপান ট্যাক্সি ফেডারেশনের চেয়ারম্যান দ্বারা পরিচালিত। উবার জাপানের বাজারে শুধুমাত্র টোকিওতে প্রিমিয়াম ব্ল্যাক কার সার্ভিস দিয়ে থাকে যদিও বর্তমানে বিভিন্ন ট্যাক্সি কোম্পানির সাথে পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছে।
share on