বাজারে আসছে লুকানো ক্যামেরাযুক্ত স্যামসাং গ্যালাক্সি এ৮০

বৃহস্পতিবার, এপ্রিল 11 2019
স্যামসাং গ্যালাক্সি A80
Image credit : SAM MOBILE


স্যামসাং গত বুধবার অবমুক্ত করে গ্যালাক্সি এ সিরিজের তিনটি ফোন। একইসাথে ব্যাংকক, মিলান ও সাও পাওলো-তে অনুষ্ঠিত মিডিয়া ইভেন্টের মাধ্যমে অবমুক্ত করা হয় গ্যালাক্সি এ৮০, এ৭০ ও এ৪০। এর মধ্যে সবচেয়ে যুগান্তকারী হিসাবে গ্যালাক্সি এ৮০ ব্যাবহারকারীদের নজর কেড়েছে। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ৪৮ মেগাপিক্সেল অটোমেটিক স্লাইডার সুইভেল ক্যামেরা, নচ বিহীন ৬.৭ ইঞ্চির বেজেললেস সুপার অ্যামোলেড পর্দা এবং স্ন্যাপড্রাগন ৭৩০ সিরিজের অক্ট্যাকোর চিপসেট। এই মিডরেঞ্জ হ্যান্ডসেটটিতে রয়েছে ৩টি ক্যামেরা যা একইসাথে প্রধান এবং সেলফি ক্যামেরা হিসাবে ব্যাবহার করা যায়। একই ক্যামেরা থেকে সামনে এবং পিছনে ছবি তোলা যায় বলে ছবির গুণগত মান অক্ষুন্ন থাকে।

স্যামসাং গ্যালাক্সি A80
Image credit : android pit


স্যামসাং এর এই ফোনটিতে দেওয়া হয়েছে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ফাস্ট-চার্জিং ব্যাটারী এবং ইউএসবি টাইপ সি। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ - পাই সম্বলিত ফোনটিতে রয়েছে আধুনিক প্রযুক্তির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট রম। শাওমি মিক্স ৩ এর মত স্লাইডার ফোন এবং অপ্পো এন ১ এর মত রোটেটেবল ক্যামেরা ফিচার একে মিডরেঞ্জ ফোনের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠা করবে বলে ধারনা করা হচ্ছে।

আগামী ২৯শে মে বাজারে আসবে ব‌হুল আলোচিত স্যামসাং গ্যালাক্সি এ৮০ । আর এ ফোনটির জন্য ক্রেতাকে গুণতে হবে প্রায় ৬৫০ ইউরো।
share on