মানসম্মত খবরের জন্য নতুন সেকশন চালু করছে ফেসবুক

Wednesday, April 03 2019 ফেসবুক তাদের প্লাটফর্মে একটি নতুন সেকশন চালু করছে যেখানে শুধুমাত্র যাচাইকৃত এবং বিশ্বস্ত খবর প্রকাশিত হবে, এমনটি জানিয়েছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ গত সোমবার।

মানসম্মত সংবাদের জন্য নতুন সেকশন চালু করছে ফেসবুক
credit : marketingland.com


ফেসবুকের বর্তমানে বিদ্যমান ওয়াচ ট্যাব এর পাশেই যুক্ত হবে এই নতুন সেকশনটি। মূল নিউজফিড থাকবে অপরিবর্তিত যেখানে ব্যাবহারকারীরা পূর্বের মত খবর শেয়ার করতে পারবে। সংবাদ প্রকাশক এক্সেল স্প্রিংগারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের সাথে এক আলোচনায় মার্ক জুকারবার্গ জানান, আমাদের ভিডিও পাব্লিশিং প্লাটফর্ম ইতিমধ্যে বহুল ব্যবহৃত, আমরা আশা করছি আমাদের নিউজ সেকশনটিও সমান ভাবে জনপ্রিয় হবে। বিশ্বস্ত এবং তথ্যবহুল খবরের জন্য ফেসবুক সাংবাদিক নিয়োগের কথা এখনই ভাবছে না তবে অভ্যন্তরীণ বিষয়ে অবগত এমন একজন জানিয়েছেন যে নতুন নিউজ সেকশন এর জন্য একটি ক্ষুদ্র সাংবাদিক টীম নিয়ে কাজ করার ব্যাপারে আলোচনা চলছে।

গত সপ্তাহে অ্যাপলের একটি সাবস্ক্রিপশন সেবা চালু করার ঘোষনার পর পর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ নতুন নিউজ সেকশন নিয়ে ঘোষনা প্রদান করেন।
share on