দক্ষিণ কোরিয়ায় ফাইভজি গ্যালাক্সি এস১০ আসবে পাঁচই এপ্রিল!

সোমবার, এপ্রিল 01 2019 ৬টি ক্যামেরা, ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সম্পন্ন স্যামসাং গ্যালাক্সি এস১০ ফাইভজি প্রথম অবমুক্ত করা হবে আগামি ৫ এপ্রিল দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম দেশ যেখানে ফাইভজি ক্ষমতাসম্পন্ন এস১০ অবমুক্ত করবে স্যামসাং। এক প্রেস বিবৃতিতে স্যামসাং কোম্পানী এটি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ায় ফাইভজি গ্যালাক্সি এস১০ আসবে পাঁচই এপ্রিল!
credit : IndianExpress


গত মাসে সান ফ্রান্সিসকোতে গ্যালাক্সি এস১০,এস১০+,এস১০ই এর পাশাপাশি ফাইভজি সংস্করণে এস১০ অবমুক্ত করার ঘোষনা দেয় কোম্পানীটি।

যদিও স্যামসাং ফাইভজি সংস্করণের দাম সম্পর্কে কোন ঘোষনা দেয়নি তবে বিভিন্ন রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এর দাম ধরা হতে পারে $১২৮৫ অথবা ১,০৭,৯৪০ টাকা। এই ফাইভজি সংস্করণের সবকিছু গ্যালাক্সি এস১০ এর কাছাকাছি হলেও দুটির মাঝে কিছু পার্থক্য আছে। গ্যালাক্সি এস১০ ফাইভজি সংস্করণে রয়েছে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি ও কার্ভড ডায়নামিক ডিসপ্লে। এতে আরো রয়েছে কোয়াড ক্যামেরা যার একটি ফ্লাইট সেন্সর। এছাড়াও থাকছে 25ওয়াট এর সুপার ফাস্ট চার্জিং সিস্টেম।
share on