সাশ্রয়ী ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এলো শাওমি

বৃহস্পতিবার, জানুয়ারী 10 2019 অবশেষে শাওমি ঘোষণা করলো ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন। তবে এটি আসছে শাওমির সাশ্রয়ী ব্র্যান্ড রেডমির ব্যানারে। রেডমি নোট ৭ নামের এই ফোনটির মূল্য আশ্চর্য রকমের সাশ্রয়ী- ১৫০ ডলার মাত্র।

সাশ্রয়ী ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এলো শাওমি


চীনা প্রস্তুতকারক শাওমি জনপ্রিয়তা লাভ করে মধ্যম মূল্যমানে প্রিমিয়াম ফিচারের ফোন বাজারজাত করার মাধ্যমে। চীন ও ভারতে জনপ্রিয়তায় শীর্ষস্থানের এই ব্র্যান্ডটি এখন সাশ্রয়ী ফোনের বাজারে এসেছে 'রেডমি' ব্র্যান্ড হিসেবে। ভারতে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই রেডমি মূলত অনলাইন কেন্দ্রিক ক্রেতাদের জন্য সাশ্রয়ী ফোন নিয়ে আসছে। রেডমি নোট ৭ এই অনলাইন ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে।

সাশ্রয়ী ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এলো শাওমি


৬.৩ ইঞ্চির নচ্-যুক্ত ডিসপ্লের রেডমি নোট ৭ আসছে প্রিমিয়াম সব ফিচার নিয়ে। স্ন্যাপড্রাগনের প্রসেসরযুক্ত ফোনটিতে থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারী। ফুল এইচডি ডিসপ্লের ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সাথে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তিন গিগাবাইট র‌্যাম সংস্করণে ফোনটি কিনতে ব্যয় হবে ১৫০ ডলার আর ছয় গিগাবাইট র‌্যামের জন্য ক্রেতাকে গুণতে হবে ২০০ ডলার।

share on