বেঁকে যাচ্ছে আইপ্যাড প্রো, স্বীকার করলো অ্যাপল

Thursday, December 20 2018
বেঁকে যাচ্ছে আইপ্যাড প্রো, স্বীকার করলো অ্যাপল
credit : The verge


মাত্র দুমাস আগে বাজারে আসে অ্যাপলের সর্বশেষ ট্যাবলেট আইপ্যাড প্রো। ১১ ইঞ্চি ও ১২.৯ ইঞ্চি মডেলের ট্যাবলেটদুটি ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরী করে। তবে বিপত্তি বাঁধে ক্রেতাগণ প্যাকেট খুলে ট্যাবলেটি হাতে নেওয়ার পরেই। সরলরৈখিক নয়, বরং কিছুটা বেঁকে যাওয়া আইপ্যাড দেখতে পান তারা। আর সেটি নিয়ে একটি ভিডিও তৈরী করেন ইউটিউবার জেরি রিগ। পরবর্তীতে আরও কিছুসংখ্যক ব্যব‌হারকারী একই ধরণের সমস্যার মুখোমুখি হন। এরই পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যম দ্য ভার্জকে 'কিছু সংখ্যক' আইপ্যাড বেঁকে যাওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে অ্যাপল।

বেঁকে যাওয়া আইপ্যাড
credit : MacRumors


বেঁকে যাওয়া আইপ্যাড
credit : MacRumors


অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তুতের সময় শীতলিকরণ প্রক্রিয়ায় আইপ্যাডের ধাতব কাঠামো বেঁকে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। দুটি মডেলের যেকোনটিই এ ধরণের সামান্য বাঁকা অবস্থায় ক্রেতার হাতে পৌঁছতে পারে। তবে অসন্তুষ্ট ক্রেতাগণ চাইলে ক্রয়ের ১৪ দিনের মধ্যে নিকটস্থ অ্যাপল স্টোর থেকে পরিবর্তন করে নিতে অথবা ফেরৎ দিতে পারবেন। তবে এ সত্ত্বেও এই নতুন ফ্ল্যাগশিপ আইপ্যাডকে 'ত্রুটিপূর্ণ' বলে মানতে নারাজ কোম্পনিটি। কাজেই বাজার থেকে প্রত্যাহারের মতো গুরুতর সিদ্ধান্ত যে নেবে না অ্যাপল- তা একরকম নিশ্চিত।
share on