হুয়াওয়ে এবার নিষিদ্ধ হলো জাপানে

Friday, December 07 2018 যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডের পর এবার জাপানে নিষিদ্ধ হলো চায়নিজ কোম্পানি হুয়াওয়ে ও জিটিই (ZTE) কর্পোরেশন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্যযুদ্ধের প্রেক্ষিতে টেলিকম নেটওয়ার্ক পণ্য নির্মাতা হুয়াওয়ে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন দেশে।

হুয়াওয়ে এবার নিষিদ্ধ হলো জাপানে


বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাপানে সরকারী কার্যক্রমে কালো তালিকাভূক্ত হতে যাচ্ছে হুয়াওয়ে ও জিটিই। তবে সরকারী আদেশে এ কোম্পানি দুটির নাম উল্লেখ না থাকলেও বিভিন্ন শর্তের কারণে তারা বাদ যাবে সরকারী কেনাকাটায়। আগামী সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় রয়টার্স। এর ফলে জাপানে ফাইভজি অবকাঠামো নির্মাণে বাদ পড়বে হুয়াওয়ে। মূলত চীনা গুপ্তচরবৃত্তির মার্কিন অভিযোগের প্রেক্ষিতে সাম্প্রতিককালে কঠিন সময় পার করছে হুয়াওয়ে।
share on