আইফোনের চাহিদা নিম্নমুখী : ওয়াল স্ট্রিট জার্নাল

Tuesday, November 20 2018 গত সেপ্টেম্বরে অ্যাপল অবমুক্ত করে তিনটি নতুন মডেলের আইফোন। প্রভাবশালী ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে প্রকাশ, নতুন আইফোনের চাহিদা এখন পর্যন্ত প্রত্যাশার চেয়ে অনেক কম। আর একারণেই আইফোনের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

আইফোনের চাহিদা নিম্নমুখী : ওয়াল স্ট্রিট জার্নাল
credit : The Verge


অ্যাপল সাম্প্রতিক সময়ে ফোন বিক্রয়ের স্ট্রাটেজিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। আইফোন টেন(X) বাজারে আসার অব্যব‌হিত পরেই ফোনের চাহিদার নিম্নমুখীতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে পরবর্তীতে দেখা যায়, পূর্ববর্তী বছরের সমান সংখ্যক আইফোন বিক্রি করেই অ্যাপল প্রায় ২৯ শতাংশ অধিক অর্থ আয় করতে সমর্থ হয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে বিক্রি বাড়ানোর বদলে প্রতিটি আইফোন বিক্রিতে অধিক মুনাফার নীতি গ্রহণ করেছে অ্যাপল। আর এ কারণেই রেকর্ড দামে বাজারে আইফোন বিক্রি করে মুনাফার নিত্যনতুন রেকর্ড গড়ছে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানিটি।
share on