ফাইভজি আইফোনের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে

বুধবার, নভেম্বর 07 2018 আগামী বছর বাজারে আসবে স্যামসাং, মটোরোলা, শাওমীর ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোন। তবে অ্যাপলের আইফোনে ফাইভজি যুক্ত হতে অপেক্ষা করতে হবে অন্তত ২০২০ সাল পর্যন্ত। আইফোনের জন্য চিপ নির্মাণের দায়িত্বে থাকা ইন্টেলের তরফে বিলম্বের কারণে দীর্ঘ হচ্ছে আইফোনে ফাইভজি প্রযুক্তির সংযোজন।

ফাইভজি আইফোনের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে
credit : venturebeat


শীর্ষ ফাইভজি মডেম নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের সাথে সাম্প্রতিক সময়ে আইনি বিবাদে জড়িয়ে পরে অ্যাপল। তারই ফলশ্রুতিতে চলতি ২০১৮ সালের আইফোন থেকে বাদ দেয়া হয় কোয়ালকম নির্মিত চিপ। কিন্তু ফাইভজি সমর্থিত চিপের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রায় ২০টি ফোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে কোয়ালকম। অন্যদিকে অ্যাপল এ চিপ নির্মাণে দ্বারস্থ হয় ইন্টেলের। কিন্তু বিপত্তি বাঁধে ইন্টেল নির্মিত ফাইভজি চিপের অতি উত্তাপ ও উচ্চ পাওয়ার চাহিদার কারণে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাপল যোগাযোগ করে অপেক্ষাকৃত ছোট কোম্পানি মিডিয়াটেকের সাথে। আর সৃষ্ট এই অনিশ্চয়তার কারণেই দীর্ঘয়িত হয়ে পরে আইফোনে ফাইভজি প্রযুক্তির সংযোজন।
share on