গুগলে বিক্ষোভ, অভিযোগ অ্যান্ড্রয়েড স‌হ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে

Thursday, November 01 2018 বিশ্বজুড়ে গুগল কর্মীরা আজ বিক্ষোভে শামিল হতে যাচ্ছেন। পাঁচ দফা দাবীতে গুগল কর্মীদের এ বিক্ষোভের মূলে রয়েছেন অ্যান্ড্রয়েড স‌হ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু রুবিন। ২০১৪ সালে রুবিনের গুগল থেকে প্রস্থানের মূলে ছিলো তাঁর বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস্এর এক প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ স্বত্বেও অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বিরত থাকে গুগল।

গুগলওয়াকআউট


১লা নভেম্বর গুগল কর্মীদের "গুগলওয়াকআউট" নামক এ বিক্ষোভের মূলে রয়েছে কর্মক্ষেত্রে ন্যায়বিচার, সুষম বেতন-ভাতা এবং যৌন হয়রানির অভিযোগের ক্ষেত্রে তদন্ত সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশের দাবী। একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে আপোশরফার ফলে ক্ষোভ সৃষ্টি হয় গুগল কর্মীদের মাঝে। পরবর্তীতে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, বিগত দুই বছরে যৌন হয়রানির অভিযোগে ৪৮ জন কর্মীকে চাকুরী থেকে ছাটাই করা হয়েছে। তবে ২০১৪ সালে অ্যান্ড্রু রুবিনের গুগল থেকে প্রস্থানের ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি। অভিযোগ রয়েছে, অধস্তন একজন কর্মীকে যৌন হয়রানির কারনে অ্যান্ডি রুবিনকে পদত্যাগ করতে বলেন গুগলের স‌হ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ । আর এ পদত্যাগ স্বত্বেও গুগল থেকে ৯০ মিলিয়ন ডলার লাভ করেন রুবিন।
share on