অ্যামাজনকে হঠিয়ে দ্বিতীয় বৃহত্তম মার্কিন কোম্পানি এখন মাইক্রোসফট

Sunday, October 28 2018 সদ্য সমাপ্ত ত্রৈমাসিক(জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনে আশানুরুপ মুনাফা করতে না পারায় সর্বোচ্চ বাজার মূল্যমানের কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থান হারাল অ্যামাজন। আর একই সময়কালে ক্লাউড সেবা অ্যাজুর থেকে আশাতীত আয়ে তৃতীয় থেকে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের কোম্পানিতে পরিণত হলো মাইক্রোসফট। উল্লেখ্য, বর্তমানে ১ ট্রিলিয়ন বাজার মূল্যমানের অ্যাপল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্ববৃহৎ বাজার মূল্যমানের কোম্পানি।

অ্যামাজনকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম মার্কিন কোম্পানি এখন মাইক্রোসফট


বিগত তিন বছরে প্রত্যাশার সকল সূচক অতিক্রম করে অ্যামাজন পরিণত হতে যাচ্ছিলো আরেকটি ট্রিলিয়ন ডলার কোম্পানিতে। তবে হঠাৎ করেই সে অগ্রযাত্রা বাঁধাপ্রাপ্ত হলো সর্বশেষ প্রান্তিকে। অ্যামাজনের প্রবৃদ্ধির জায়গা ক্রমেই সংকোচিত হয়ে আসছে কি না - সে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রায় ৬৫ বিলিয়ন বাজার মূলধন হারিয়ে অ্যামাজনের বর্তমান বাজার মূল্যমান ৮০৩ বিলিয়ন মার্কিন ডলার। আর অ্যামাজনকে হঠিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা চার দশকের পুরোনো কোম্পানি মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্যমান ৮২৩ বিলিয়ন মার্কিন ডলার।
share on