এখন ক্যামেরা দিয়েই গুগল ট্রান্সলেটে বাংলায় অনুবাদ করা যাবে

Monday, October 15 2018
এখন ক্যামেরা দিয়েই গুগল ট্রান্সলেটে করা যাবে বাংলায় অনুবাদ
credit : venturebeat.com


গুগল ভিজ্যুয়াল ট্রান্সলেটে যুক্ত হলো বাংলায় অনুবাদ সুবিধা। সম্প্রতি এক ঘোষণায় ১৩ টি ভাষা নতুনভাবে গুগল ট্রান্সলেটে অন্তর্ভূক্তির ঘোষণা দেয় গুগল। এর ফলে চাইনিজ বিলবোর্ড কি কোরিয়ান হোটেলের মেন্যু এখন ক্যামেরা দিয়েই বাংলায় অনুবাদ করা সম্ভব হবে। বাংলা ছাড়াও হিন্দী, নেপালি, আরবি, মালয়লাম স‌হ আরও বেশ কিছু দক্ষিণ এশীয় ভাষা যুক্ত হয়েছে এই তালিকায়।

২০১৫ সালে গুগল ট্রান্সলেটে ক্যামেরার ব্যব‌হার চালু করে গুগল। প্রাথমিকভাবে স্বল্পসংখ্যক ভাষায় এ সেবা চালু থাকলেও বর্তমানে প্রায় ৫০ টি ভাষায় মিলবে এ অনুবাদ সুবিধা। নিউরাল মেশিন ট্রান্সলেশন প্রযুক্তি ব্যব‌হার করে অনুবাদ করতে স‌হায়তা নেয়া হয়েছে গুগল ক্লাউড ভিশন এপিআই-এর। তবে এ সেবাটি ব্যব‌হার করতে ইন্টারনেটে যুক্ত থাকতে হবে ব্যব‌হারকারীকে, অফলাইনে মিলবে না এ অনুবাদ সেবা।
share on