ডুয়াল সিম আইফোন!

Tuesday, September 11 2018
ডুয়াল সিম আইফোন!
credit : china mobile


আগামী ১২ই সেপ্টেম্বর বুধবার একাধিক নতুন আইফোনের ঘোষণা দেবে অ্যাপল। চায়না মোবাইল জানাচ্ছে, আইফোনে এবার প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ডুয়ালসিম সুবিধা। উল্লেখ্য, সরকার নিয়ন্ত্রিত চায়না মোবাইল বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর।

ডুয়াল সিম আইফোন!
credit: the verge


অ্যাপলের উত্থান ও সম্প্রসারণ মূলত: মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রযুক্তি অগ্রসর দেশে। এসকল দেশে মোবাইল অপারেটর কর্তৃক নিয়ন্ত্রিত হ্যান্ডসেট ব্যবসায় ডুয়াল সিমের তেমন প্রচলন নেই। তবে বর্তমানে অ্যাপল বৈশ্বিক বাজার সম্প্রাসারণের যে উদ্যোগ নিয়েছে তার অন্যতম লক্ষ্য চীন, ভারতের মতো বাজার যেখানে হ্যান্ডসেট ব্যবসায় অনেকাংশে ক্রেতার পছন্দনির্ভর। কাজেই ডুয়াল সিম সংস্করণ আইফোন আসবে কি না- এই প্রশ্ন পরিবর্তিত হয়ে 'কবে আসবে' তে পরিণত হয়েছে। চায়না মোবাইলের ফেসবুক পোস্ট সত্য হলে সেই সময় এসে গেছে ইতিমধ্যেই। আইফোন টেনএস সংস্করণেই দেখা মিলবে প্রথম ডুয়াল সিম আইফোনের। তবে সব জল্পনা কল্পনার অবসানের জন্য অপেক্ষা করতে হবে আগামীকালের অ্যাপল ইভেন্টের জন্য।
share on